Clock


Button

Home

Friday, January 29, 2016

গুগলের অনুসন্ধানের উন্নত কৌশল



গগুগলের বিভিন্ন সেবা এখন সবার কাছেই বেশ জনপ্রিয়। গুগলের এসকল সেবা সাধারণভাবে ব্যবহার করার চেয়ে সেটিংস একটু ওদিক করে পাওয়া যাবে বাড়তি অনেক কিছু। অনলাইন অভিজ্ঞতা হবে আরও স্বাচ্ছন্দ্যময়।
http://entertainmentrajbd.blogspot.com/
 
প্রতি পৃষ্ঠায় বেশি ফলাফল: গুগল অনুসন্ধানে প্রতি পৃষ্ঠায় সাধারণত ১০টি ফলাফল দেখানোর সেটিং আগে থেকেই ঠিক করা থাকে। সাথে থাকে আনুষাঙ্গিক বিষয়বস্তু, সংবাদ বা ছবির ফলাফল। প্রতি পেজে সংখ্যাটা চাইলে বাড়ানো যায়। গুগল সার্চ পেজের উপরে ডানে থাকা সেটিং আইকনে click করে Search settings select করুন। সেটিংস পেজ থেকে Never show Instant results নির্বাচন করে নিচে থাকা স্লাইডারটি পছন্দমতো ১০, ২০, ৩০----১০০ পর্যন্ত অনুসন্ধান ফলাফল select করতে পারবেন।
দেখা ওয়েবপেজ লুকিয়ে ফেলা: অনুসন্ধান ফলাফল থেকে লিংকে ক্লিক করার পর যেসব ওয়েবপেজগুলো ইতিমধ্যে দেখা হয়ে গেছে, নিজের সময় বাঁচাতে সেগুলো লুকিয়ে ফেলা যায়। ফলাফল পেজে সার্চ বক্সের নিচে থাকা Search tools > All results > Not Visited pages অপশনটি বাছাই করে সুবিধাটুকু পেতে পারেন। আবার শুধু দেখা পেজগুলো পুনরায় পেতে চাইলে Visited pages নির্বাচন করুন।
http://entertainmentrajbd.blogspot.com/

উন্নত অনুসন্ধান পদ্ধতি: সাধারণভাবে ব্যবহার করা গুগল সার্চের চেয়ে এর অ্যাডভান্সড সেটিংস প্রয়োগ করে আরও কাঙ্খিত ফলাফল পাওয়া যায়। নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশ খোঁজার গুরুত্ব প্রয়োগ করে মোট ফলাফল থেকে ছেঁকে নিজের চাহিদামতো ফলাফল পাওয়া যায়। গুগল সার্চ পেজের ডানে সেটিংস আইকনে ক্লিক করে Advanced search অপশনে ক্লিক করুন।  

http://entertainmentrajbd.blogspot.com/

নতুন পেজ আসলে যে শব্দগুলি খোঁজতে চান সেগুলো all these words বক্সে, যে শব্দটি গুরুত্বের সাথে খোঁজবে সেটি this exact word ঘরে, কোন একটি শব্দ খোঁজতে any of these words এর ঘরে, ভাষা নির্বাচন করতে language, নির্দিষ্ট দেশ ভিত্তিক ফলাফল পেতে চাইলে region, নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি নির্ধারণ করতে last update, ওয়েবপেজের ঠিক কোথায় খোঁজবে সেটি নির্ধারণে terms appearing এবং যদি কোন ফাইল খোঁজতে হয় তাহলে File type বক্স থেকে নিজের প্রয়োজনীয় অপশনটি বাছাই করতে হবে।

No comments:

Popular